মমতা বন্দোপাধ্যায় বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে, অভিযোগ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯জানুয়ারীঃ
মমতা ব্যানার্জি বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে, তাই তিনি লালকেল্লায় হামলাকারীদের সমালোচনা না করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাইছেন, শুক্রবার অন্ডালে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। আজ সকাল ন’টা নাগাদ বিমানে করে তিনি অন্ডাল বিমানবন্দরে নামেন । সেখান থেকে সড়কপথে যান অন্ডালের ভাদুর গ্রামের তেলিপাড়ায়। এলাকার পাঁচজন কৃষক পরিবারের বাড়ি গিয়ে চাল ভিক্ষা সংগ্রহ করেন। কথা বলেন কৃষক পরিবারের সদস্যদের সাথে। এরপর অন্ডাল বিডিও অফিস মোড়ে দলের চায়- পে চর্চা কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানে নরোত্তম মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই, অন্ডাল ব্লক মন্ডল সভাপতি জয়ন্ত মিশ্র সহ দলীয় কর্মী সমর্থকরা। ২৬শে জানুয়ারি লালকেল্লায় হামলার ঘটনার তীব্র সমালোচনা করেন নরোত্তম মিশ্র, বলেন কৃষক আন্দোলনের নামে বিচ্ছিন্নতাবাদীরা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। এদের পেছনে মদত রয়েছে বিরোধী দলগুলির। ২৬শে জানুয়ারির ঘটনায় তা প্রমাণ হয়েছে বলে দাবি করেন নরোত্তম মিশ্রা, বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ শক্তিশালী হয়েছে। দেশ আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। দেশীয় করোনা ভ্যাকসিনের আবিষ্কার তার অন্যতম উদাহরণ। ভারতের গুরুত্ব বাড়ছে গোটা বিশ্বে। কিন্ত দেশের উন্নতি চায় না বিরোধী দলগুলি। তাই তারা বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে। দেশে অশান্তির বাতাবরণ তৈরি চেষ্টা করছে প্রতিনিয়ত। এরপরই তিনি সমালোচনায় সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল দলের বিরুদ্ধে। বলেন মমতার সরকার রাজ্যে তুষ্টির রাজনীতি করে। তাই ৩৭০ ধারা, তিন তালাক বাতিল, সিঈ এর পক্ষে যখন গোটা দেশ, তখন একা মমতা এর বিরুদ্ধে। লালকেল্লার ঘটনার নিন্দা না করে উনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছেন। এ থেকেই প্রমাণ হয় মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে আর বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে। বাংলার মানুষ তা বুঝে গেছে, তাই একে একে মমতার দল ছেড়ে বিজেপিতে আসছেন অনেকে। ভোটের আগে তৃণমূল ছেড়ে আরো অনেকেই বিজেপিতে যোগ দেবেন আর ভোটের পর মমতা একাই দলে থাকবেন বলে দাবি করেন নরোত্তমবাবু। বৃহস্পতিবার কলকাতায় কংগ্রেস- সিপিএম এর যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্যে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে অধীর চৌধুরি বলেছিলেন রথযাত্রার নয়, ওটা বিজেপি করবে অশান্তি যাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ যাত্রা। এই প্রসঙ্গে নরোত্তম মিশ্র বলেন দেশ ও রাজ্যে সিপিএম কংগ্রেস ও প্রাসঙ্গিক। তাই নিজেদের প্রাসঙ্গিক করতেই তারা এই ধরনের প্রশ্ন করছেম। রাজ্যে পরিবর্তন যাত্রা করবে বিজেপি, রথযাত্রা নয় বলে নরোত্তম মিশ্র জানান।