শুভেন্দুর ‘খালিস্তানি’ মন্তব্যকে দিয়ে আসানসোলের বিজেপি প্রার্থীকে বিঁধলেন মমতা
আমার কথা, আসানসোল, ২৭ এপ্রিলঃ
তৃণমূল প্রার্থীর সমর্থণে জনসভার মঞ্চ থেকে বিজেপি প্রার্থীকে বিঁধলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়। শিখ পুলিস অফিসারকে বিরোধী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ‘খালিস্তানী’ মন্তব্যের বিরোধীতা করে দলনেত্রী আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়াকে প্রশ্ন করেন, “শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলার প্রতিবাদ করেননি কেন তিনি? মুসলিমদের পাকিস্তানি বলার প্রতিবাদ করেননি কেন তিনি?
শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থণে দুটি জনসভার আয়োজন করা হয়। একটি ছিল কুলটির নিয়ামতপুরের কিশোরসংঘ ময়দানে, ও অপরটি আসানসোলের উষাগ্রাম স্কুল মাথে। এই দুটি জনসভার মূল বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমুল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।
এদিনের সভামঞ্চ থেকে প্রথমে আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থী বদল নিয়ে পদ্মশিবিরিকে কটাক্ষ করেন মমতা। ভোটে জিততে প্রচুর টাকা খরচ করেন এস এস আহলুওয়ালিয়া বলেও দাবি করেন মমতা। বলেন, “গতবার বর্ধমান-দুর্গাপুর আসনটি জিতেছিলেন অনেক টাকা খরচ করে। তারপর আর তাঁকে সেখানে দেখতে পাওয়া যায়নি। এবারে এখানের আসনটি কোনো মতে ম্যানেজ করেছেন। গতবারের মতো এবারেও এসে ৫ হাজার, ১০ হাজারের প্যকেট দেবে। তবে এবারে কিন্তু বলবেন পাঁচ দশ হাজারে হবে না, পনেরো লক্ষ চাই।
এরপর তিনি প্রার্থীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, “গদ্দার যখন শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছিল আপনি নিজে শিখ হয়ে তখন কেন প্রতিবাদ করেননি? শুভেন্দু অধিকারীর এক শিখ পুলিস অফিসারকে খালিস্তানি বলে আক্রমণ করেছিলেন যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সিখ সম্প্রদায়ের মানুষজন পথে নেমে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। তারা দাবি জানিয়েছিলেন এই মন্তব্যের জন্য বিজেপি নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে। এদিনের জনসভা থেকে আরেকবার সেই বিতর্ককে উস্কে দিয়ে ভোটের বাজার গরম করার চেষ্টা করলেন তৃণমূল সুপ্রিমো বলে মনে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারন বিজেপি প্রার্থী নিজে একজন শিখ আর আসানসোলের ভোটারদের মধ্যে একটি বড় অংশও শিখ সম্প্রদায়।