লকডাউনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেয়ের জন্মদিন পালন করতে গিয়ে দুর্গাপুরে গ্রেপ্তার ব্যাক্তি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ
করোনা ভাইরাসের আতঙ্কে যখন সারা বিশ্ব থরহরি কম্পমান সেখানে রীতিমতো বুক ঠুকে মেয়ের জন্মদিন পালন করতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার অন্তর্গত গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা বিভীষণ মজুমদারের। আজ শনিবার ওই ব্যাক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশ জুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। সরকার থেকে বারংবার এই আবেদনও করা হচ্ছে যে ঘরে থাকুন, খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, আর বাড়ির বাইরে বেরোলেও সাবধানতামূলক সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন। এর অন্যথা হলে সেই ব্যাক্তি বা ব্যাক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু সরকারের এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যেবেলা নিজের বাড়িতে রীতিমতো তারস্বরে মিউজিক চালিয়ে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান পালন করছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০-২২ জন ব্যাক্তি। কোনো একটি ফোন মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ওই ব্যাক্তির বাড়িতে গিয়ে জন্মদিনের অনুষ্ঠান বন্ধ করে। সাথে জন্মদিনের সমস্ত উপকরন যেমন, রান্না করা খাবার দাবার সহ মিউজিক সিস্টেম বাজেয়াপ্ত করে। সাথে অভিযুক্ত বিভীষণ মজুমদারকেও গ্রেপ্তার করে। ১৮৮/২৬৯/২৭০ আইপিসি এবং ৩৪(বি) ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত নিমন্ত্রিত ব্যাক্তিদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।