কাঁকসায় ধৃত ব্যাক্তি, উদ্ধার পাইপগান
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩ এপ্রিলঃ
আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজা খান। ধৃত ব্যক্তির বাড়ি কাঁকসার মুচিপাড়ার কুসুম তলা এলকায়।
কাঁকসা থানা সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে ধৃতকে কাঁকসার এল এন্ড টি মোড়ের কাছ থেকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে রবিবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
কি উদ্যেশ্যে ওই ব্যক্তি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলো এবং ভোর রাত্রে এল এন্ড টি মোড়ের কাছে কি উদ্যেশ্যে ছিলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।