দুর্গাপুরে গাড়ির শো-রুম থেকে ম্যানেজারকে অপহরণ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৪ ডিসেম্বরঃ
কাঁকসার খাটপুকুর সংলগ্ন দু নম্বর জাতীয় সড়কের ধারে একটি চার চাকা গাড়ির শো রুম থেকে এক যুবককে অপহরণের ঘটনায় চাঞ্চল্য চড়ালো এলাকায়। মঙ্গলবার দুপুর নাগাদ শো রুমের সেলস ম্যানেজার রাহুল মন্ডল নামের যুবক কে শো রুম থেকে অপহরণ করা হয় বলে জানা গেছে। জানা গেছে দেড় মাস আগে কাঁকসার খাট পুকুর সংলগ্ন চার চাকা গাড়ির শো রুম থেকে একটি চার চাকা গাড়ি কেনার জন্য এগারো হাজার টাকা দিয়ে গাড়ি বুকিং করে বুদবুদের কৃষ্ণরামপুরের বাসিন্দা শেখ আরিফুল হক। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ হটাৎই জনা দশেক লোকজন এনে গাড়ির শো রুমে ঢুকে পড়ে শেখ আরিফুল। এরপর রাহুল মন্ডল নামের শো রুমের সেলস ম্যানেজারকে টানতে টানতে শো রুমের বাইরে বের করে নিয়ে গিয়ে জাতীয় সড়কের বর্ধমান গামী লেনের ওপর দাঁড়িয়ে থাকা একটি টাটা সুমো গাড়িতে চাপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার সময় বাধা দিতে গেলে তাদেরকেও অপহরণ করে নেওয়া হবে বলে হুমকি দিতে থাকে শেখ আরিফুল ও তার দলবল।আতঙ্কিত হয়ে পড়েন শো রুমের কর্মচারীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ।শো রুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে।এর পরই ঘন্টা দুয়েকের মধ্যে বুদবুদ থানার পুলিশ গাড়ি সহ অপহরণ হওয়া যুবক কে উদ্ধার করে এবং আরিফুলকে আটক করে।জানা গেছে সময় মত গাড়ি ডেলিভারি না হওয়ায় শো রুমের ওই সেলস ম্যানেজারকে অপহরণ করা হয়েছিলো।