বাঁশকোপায় বাম কংগ্রেসের বিক্ষোভের সুযোগে বিনা ট্যাক্সে টোলপ্লাজা পেরিয়ে গেল বহু গাড়ি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১জানুয়ারীঃ
কেন্দ্রের নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে তাকে সমর্থন করে, সাথে টোলপ্লাজায় ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে এরকম মোট ২০টি বিষয়ের উপর দাবি জানিয়ে বাঁশকোপা টোলপ্লাজায় বিক্ষোভ দেখানো হয় বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে। এদিনের এই বিক্ষোভকে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে টোলপ্লাজায়। বলপূর্বক টোলের সমস্ত গেট খুলে দেন বাম কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ। আর সমস্ত গেট খুলে দেওয়ার দরুন টোল ট্যাক্স না দিয়েই রবিবার বহু গাড়ি যাতায়াত করে টোলপ্লাজা দিয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী। এরপরেই পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। যত সময় এগোতে থাকে আন্দোলন ততই বড় আকার নিতে শুরু করে। পরিস্থিতি আয়ত্বে আনতে নামাতে হয় কমব্যাট ফোর্স।
অন্যদিকে টোলপ্লাজার সমস্ত গেট দিয়ে ট্যাক্স না দিয়ে গাড়ি যাতায়াতের জন্য ব্যাপক আর্থিক ক্ষতি হয় ওই টোলপ্লাজার বলে জানান প্রজেক্ট ম্যানেজার রঞ্জন কুমার। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা তখনও পর্যন্ত্য জানা যায়নি।
এদিকে বিক্ষোভ শেষে বাম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, কেন্দ্র সরকার যদি অবিলম্বে তাদের নীতি বিরোধী আইনগুলি প্রত্যাহার না করে তবে তাঁরা লাগাতার আন্দোলনের পথে পা বাড়াবেন।