‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথন দৌড় হয়ে গেল দুর্গাপুরে
আমার কথা, দুর্গাপুর, ২৩ জানুয়ারীঃ
‘রান ফর ডায়াবেটিস’ অনুষ্ঠিত হল দুর্গাপুরে। লায়ন্স ক্লাব(দুর্গাপুর) ও জাংশন মলের যৌথ উদ্যোগে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮তম জন্মদিবসে আয়োজিত শিম্পাঞ্চল দুর্গাপুরে ৫ হাজার কিলোমিটারের লক্ষ্যে এদিন দৌড়ে অংশ নেয় প্রায় ৫০০ জন প্রতিযোগী। এদিনের ম্যারাথন দৌড়ে অংশ নেন খোদ মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসন মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, অঞ্জিত মালাকার, সন্দীপ ঘোষ প্রমূখ।
এই প্রতিযোগীতা শুধুমাত্র দুর্গাপুরে সীমাবদ্ধ ছিল না। এই প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড, বিহারের প্রতিযোগীদেরও। এদিনের ম্যারাথন দৌড়ে প্রথম স্থান দখল করেন বিজয় কুমার সিং, দ্বিতীয় হন সঞ্জিত কুমার শর্মা ও তৃতীয় স্থান দখল করেন শুভদীপ গড়াই। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের নগদ পুরষ্কার সহ অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে শংসাপ্রত্র প্রদান করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।
লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশানাল ও জাংশন মলের পক্ষ থেকে বিপ্লব চট্টোপাধ্যায় ও অরিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘বর্তমানে মানুষের মধ্যে ক্রমশ ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রকোপ বাড়ছে। তাই সমাজকে এই বিষয়ে সচেতন করতেই মূলতঃ এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। এবার থেকে প্রতি বছর নেতাজীর জন্মদিনে এই প্রতিযোগীতার আয়োজন করা হবে। এদিন দৌড় শুরু হয় জাংশন মলের সামনে থেকে।