মারন ফাঁদ রাজবাঁধ আন্ডারপাস! পরিদর্শণে কাঁকসা প্রশাসন
আমার কথা, কাঁকসা, ২৭ সেপ্টেম্বরঃ
দীর্ঘদিন ধরে জলমগ্ন কাঁকসার রাজবাঁধ এলাকার বাস স্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাস। বারবার জমা জল নিষ্কাশন করার দাবিতে ও জাতীয় সড়কের সার্ভিস রোড মেরামতের দাবিতে আন্দোলন করলেও বারবার প্রশাসনের ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয় নি। গত কয়েকদিন আগে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই বিষয়ে দ্রুত মেরামতের আশ্বাস দেয়। অন্যদিকে দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সমস্যা সমাধানের দাবিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কে চিঠি দিয়েছিলেন। সেই সমস্যা সমাধানে শুক্রবার দুপুরে রাজবাঁধে জমা জল নিষ্কাশনের জন্য এলাকা পরিদর্শনে আসেন কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য, সহ সভাপতি জয়জিৎ মন্ডল,কাঁকসা আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নাসিম আলী মির,পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ নব কুমার সামন্ত ও কুলদীপ সরকার সহ মহকুমা শাসকের দফতরের প্রতিনিধি দল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।