দুর্গাপুরের বুকে ছিনতাইয়ের ঘটনায় পড়শি রাজ্য থেকে গ্রেফতার মূলচক্রী
আমার কথা, দুর্গাপুর, ১০ জুনঃ
শহরের বুকে ঘটে যাওয়া বেশ কয়েকটি সোনার হার ছিনতাইয়ের ঘটনায় সুত্র পেলো দুর্গাপুর পুলিশ। ঘতনায় যোগসুত্র রয়েছে পড়শি রাজ্যের সাথে। সুত্র মারফত তদন্ত করে ঝাড়খন্ড থেকে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে নিয়ে আসে দুর্গাপুর থানার পুলিশ।
গত কয়েক মাসে দুর্গাপুর শহরে বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের কয়েকটি জায়গায় কখনো বয়স্ক আবার কখনো অল্প বয়সীদের গলা থেকে সোনার হার টেনে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিরা। শেশ ঘটনাটি ঘটেছিল মার্চ মাসের জীবনানন্দ দাস পথে। একজন বয়স্ক মহিলার গলা থেকে হার ছিনতাই করে দুষ্কৃতিরা। পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়। বেশ কয়েক মাস কেটে গেলেও কোনো হদিশই করতে পারছিল না পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছিল। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশী করেও লাভ হয়নি। শেষে পুলিশ জানতে পারে এই ঘটনার পেছনে ঝাড়খন্ডের একটি চক্র কাজ করছে। পুলিশ জানতে পারে এই সব ছিনতাই এর পেছনে মূলচক্রী হচ্ছে ইনসাফ আনসারি নামে ঝাড়খন্ডের এক দুষ্কৃতি। এরপর রবিবার রাতে গিরিডি থানার পুলিশের সহযোগিতায় ইনসাফ আনসারিকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতের নামে ঝড়খন্ডের একাধিক থানায় অপরাধমূলক কাজের জন্য নাম রয়েছে। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে আটদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জেরা চালানো হচ্ছে। জানার চেষ্টা চলছে আর কতজন এই চক্রের মধ্যে রয়েছে আর ছিনতাই করা সোনার গয়নাগুলিও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।