সন্তানের জন্মের পরেই প্রসূতির মৃত্যু, দুর্গাপুর মহকুমা হাসপাতালে আত্মীয়দের বিক্ষোভ
আমার কথা, দুর্গাপুর, ২৪ মেঃ
সন্তানের জন্মের পর এক প্রসূতির মৃত্যু ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসকের শাস্তির দাবিতে শুক্রবার হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতার পরিজনেরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন হাসপাতালের সুপার।
বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন কাঁকসার কুলডিহা বরডোবা এলাকার বাসিন্দা প্রসূতি মৌসুমী হাঁসদা নামে এক মহিলা। ওই মহিলা হাইপারটেনশন সংক্রান্ত সমস্যায় আক্রান্ত ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হাওয়াতে ওইদিন সন্ধ্যে বেলায় চিকিৎসক ওই মহিলার অস্ত্রপচার করেন। এরপর সন্তানের জন্ম দিয়ে ওই মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে রাতের বেলায় মহিলার আত্মীয় পরিজনেরা হাসপাতালে পৌঁছান। শুক্রবার সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা।
মৃত মহিলার আত্মীয় সুনীল বেসরা বলেন বাড়ির লোকদের না জানিয়ে অস্ত্রপচার করা হয়েছে প্রসূতির। ভুল চিকিৎসার কারণেই মহিলার মৃত্যু হয়েছে। চিকিৎসকের শাস্তির দাবি জানান তারা। হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে সহকারী সুপার সৌম্যদীপ মণ্ডলকে ঘিরে চলে বিক্ষোভ। উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযোগ প্রসঙ্গে মহাকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল বলেন অনেক সময় বিশেষ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের না জানিয়েও অস্ত্রোপচার করতে হয়। তবে চিকিৎসায় কোন গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখার আশ্বাস দেন তিনি।