দুর্গাপুরের উর্বশীতে “মায়াপুর”
আমার কথা, দুর্গাপুর, ১৮ অক্টোবর:
ঢাকে কাঠি পড়ে গেছে, চারিদিকে পুজোর গন্ধ ছড়িয়ে আগমনীর আগমনের বার্তা দিচ্ছে প্রকৃতি। তাই তো দেবী দুর্গার আরাধনায় যেমন প্রস্তুতি চলছে অনেক জায়গায়া, তেমনি দুর্গাপুর শহরের বিগ বাজেটের বেশ কিছু পুজোর উদবোধন হয়ে গেছে কয়েকদিন হল। তবে মঙ্গলবার এরকমই এক বিগ বাজেটের পুজোর উদবোধন হল তারকাখচিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে। শহরের প্রানকেন্দ্র অভিজাত এলাকা সিটিসেন্টার সন্নিহিত অম্বুজা কলোনীর উর্বশী সার্বজনীন দুর্গোৎশব কমিটির পুজোর উদবোধন হয়ে গেল এদিন। মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পোন্নমবলম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের ইসকনের ওদার্য্যমহারাজ সহ আরো অনেকে।
প্রসঙ্গত: উর্বশীর পুজো এ বছর ২০ বছরে পদার্পণ করলো। মায়াপুরের ইসকনের মন্দিরের আদলে এবারের মন্ডপটি তৈরী করা হয়েছে।
এই পুজো কমিটির সদস্য সুপ্রিয়ো গাঙ্গুলী জানান, “দেবতার সাথে মন্দিরের সম্পর্কের সূত্রটিকে সামনে রেখে আমাদের এবারের ভাবনায় “দুর্গাপুরে মায়াপুর”। মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে এবারের মন্ডপটি নির্মিত হয়েছে। সনাতন ভারতবর্ষের বৈষ্ণব ধর্মের পরম্পরাকে দর্শানার্থীদের সামনে তুলে ধরার জন্য উৎসব প্রাঙ্গণে মায়াপুর থেকে আসা বিদেশি কৃষ্ণ ভক্তদের কীর্তণ গানের আয়োজনে ব্রতী হয়েছে উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। মা মহামায়ার ধ্বংসযজ্ঞের মাঝে শ্রীকৃষ্ণের প্রেমলীলার আস্বাদন দিতে এবছর আমাদের নিবেদন–
“একসাথে গাইবো মোরা হরেকৃষ্ণ নাম
দুর্গাপুরের উর্বশীতে মায়াপুর ধাম”