কাউন্সিলরদের কাটমানি বন্ধ করায় মেয়রকে সরতে হল”- দাবি বিজেপি বিধায়কের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ ডিসেম্বরঃ
পদত্যাগী দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তির সমর্থনে সাংবাদিক সম্মেলন করে পাশে দাঁড়ালেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই।
সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে সংবাদ সম্মেলন করে লক্ষণ ঘোড়ুই দাবি করেন, দলের অসৎ কাউন্সিলরদের কাটমানি বন্ধ করে দেওয়ার কারণেই দীলিপবাবুকে পদ থেকে সরতে হয়েছে। তিনি স্পষ্টবাদী মেয়র হওয়ায় বিরোধী দলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতেন। শহরের উন্নয়নের প্রসঙ্গে কখনো আপস করতেন না।
এ প্রসঙ্গে দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল বলেন, শিল্পাঞ্চলে ক্রমশই রাজনৈতিক মাটি হারাচ্ছে বিরোধীদল গুলো। সেই কারণেই এমন অভিযোগ আনছে। এর কোনো সত্যতা নেই।
এমত অবস্থায় মেয়রের পদত্যাগকে কেন্দ্র করে শিল্পাঞ্চল দুর্গাপুরে নতুন করে শুরু হলো রাজনৈতিক তরজা।