ডাক্তারি ছাত্রকে সম্বর্ধনা, আর্থিক সাহায্য
আমার কথা, অন্ডাল, ২৫ সেপ্টেম্বর:
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাক্তারি পড়ুয়াকে দেওয়া হল সম্বর্ধনা ও আর্থিক সাহায্য। ভবিষ্যতেও ওই পড়ুয়ার পাশে তারা থাকবে বলে জানান তৃণমূল নেতা গৌতম ঘোষ।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের মাদারবনি কোড়া পাড়ার বাসিন্দা শুভম কোড়া চলতি বছরের নিট পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে কল্যাণীর এমস-এ সুযোগ পেয়েছে ডাক্তারি পড়ার । শুভমের এই সাফল্যে এখন খুশির জোয়ার এলাকায় । শুভম এর বাবা দীপক কোড়া দিনমজুরের কাজ করেন । মা তুলসী কোড়া গোগলা পঞ্চায়েতের সদস্যা । শুভম বাঁকুড়া মধুবন গোয়েঙ্কা বিদ্যালয় থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে । লক্ষ্য ছিল ডাক্তার হওয়ার, তাই নিট পরীক্ষায় বসে শুভম এবং সাফল্যের সাথে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাই সে । রবিবার সন্ধ্যায় গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা ও পড়ার জন্য আর্থিক সাহায্য করা হয় শুভম কে । উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, গোগলা পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি সহ অন্যরা । গৌতম বাবু জানান শুভম এলাকার গর্ব । আমরা চাই সে জীবনের প্রতিটি ধাপে সাফল্যের সাথে উত্তীর্ণ হোক । ভবিষ্যতেও শুভমের পাশে দল থাকবে বলে জানান গৌতম বাবু।