দুর্গাপুরের তথ্যকেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত প্রশাসনিক বৈঠক
আমার কথা, দুর্গাপুর, ২৪ জানুয়ারি:
দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশাসনিক প্রস্তুতির বৈঠক হয়ে গেল বুধবার। উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের আধিকারিকগণ সহ বিভিন্ন শিক্ষা দপ্তরের, এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রশাসনের আধিকারিকরা,স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং ট্রাফিক বিভাগের আধিকারিকরা।
জয়েন্ট কনভেনার ডঃ কালিমুল হক জানান দুর্গাপুর মহকুমা এবছরের ২০২৪ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজারের বেশি। যাদের মধ্যে চার হাজারের বেশি পুরুষ পরীক্ষার্থী এবং পাঁচ হাজারের এর বেশি মহিলা পরীক্ষার্থী হয়েছে। আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর পরীক্ষার সময়সূচি বদলানো হয়েছে বলে জানান তিনি। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে সকাল ৯টা ৪৫ এর মধ্যে। এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন বলে জানান তিনি। ৯টি প্রধান কেন্দ্র এবং ৩৪ টি উপপ্রধান কেন্দ্র তৈরি করা হয়েছে পরীক্ষার জন্য। পাশাপাশি তিনি জানান পরীক্ষার্থীরা যাতে বিনা বাধায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্য ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক কর্মীরা রাস্তায় মোতায়েন থাকবেন পরীক্ষার দিনগুলিতে।