উচ্ছেদ নিয়ে উখরা পঞ্চায়েতে বৈঠক
আমার কথা, অন্ডাল, ২৯ জুনঃ
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ প্রশাসনকে। দখলমুক্ত করতে হবে সরক্রী জমি। নবান্ন থেকে এই নির্দেশের পরেই নরে বসেছে প্রশাসন। সেই মতো ফুটপাত দখল মুক্ত ও অবৈধ নির্মাণ ভাঙতে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক হলো উখরা গ্রাম পঞ্চায়েতে। এদিন দুপুরে বৈঠকটি হয় পঞ্চায়েত অফিসের সভা কক্ষে। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বিডিও দেবজ্যোতি দত্ত, পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল, রাজু মুখোপাধ্যায়, অন্ডাল থানার ওসি তন্ময় রায় , উখড়া পুলিশ ফাঁড়ির আই,সি মইনুল হক সহ উচ্ছেদ নিয়ে তৈরি হওয়া স্টেয়ারিং কমিটির সদস্যরা।
পঞ্চায়েত উপপ্রধান শরণ সাইগল জানান গত ২৩ শে জুন তারিখ উখরা বাজারের ফুটপাত দখলমুক্ত করতে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় স্কুল মোড় থেকে সিনেমা হল মোড় ও শংকরপুর মোড় থেকে আনন্দমোড় পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করা হবে। এ দিনের বৈঠকে স্থির হয় আগামী শুক্রবার বাজারের রাস্তার দুপাশ জরিপ করা হবে। রাস্তার দু’পাশে কোন অবৈধ নির্মাণ থাকলে সেগুলি চিহ্নিত করা তারপর শুরু হবে উচ্ছেদ অভিযান।