স্থানীয়দের নিয়োগের দাবিতে অন্ডাল বিমানবন্দরে তৃণমূলের সমাবেশ
আমার কথা, অন্ডাল, ৪ ফেব্রুয়ারী:
স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে রবিবার অন্ডাল বিমানবন্দর প্রবেশ পথের পাশে সমাবেশ করল তৃণমূল শ্রমিক সংগঠন অন্ডাল এরেট্রোপলিস মজদুর ইউনিয়ন। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, কালোবরণ মন্ডল, কাঞ্চন ব্যানার্জি, কৌশিক মন্ডল সহ অন্যরা।
অভিজিৎ বাবু জানান বিমানবন্দরে তৃণমূলের শ্রমিক সংগঠন থাকলেও তা সক্রিয় নয়। সংগঠনকে সক্রিয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুত নতুন কমিটি গঠন করা হবে। সেই কমিটির নেতৃত্বেই সংগঠন শ্রমিক স্বার্থের কাজ করবে। আগামী দিনে বিমানবন্দর এলাকায় অনুসারী শিল্পে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে কর্মী নিয়োগ ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই বিষয়ে সংগঠনকে নজর দেওয়ার পরামর্শ দেন অভিজিৎ বাবু।
অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি তথা শ্রমিক নেতা কালোবরণ মন্ডল বলেন দুর্গাপুর-ফরিদপুর ও অন্ডাল ব্লকের একাধিক মৌজার জমি অধিগ্রহণ করেই অন্ডাল বিমানবন্দর তৈরি হয়েছে। কিন্তু বিমানবন্দরে স্থানীয়দের কর্মসংস্থান সেভাবে হয়নি। কর্তৃপক্ষ মনমর্জি বাইরে থেকে লোক এনে কাজে নিয়োগ করেছে। আগামী দিনে এই জিনিস আর মানা হবেনা, নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে । কাজের ক্ষেত্রে উক্ত দুটি ব্লকের বেকার যুবক, যুবতীদের নিয়োগের দাবিতে সংগঠন কাজ করবে বলে জানান কালোবরণ বাবু।