দুই প্রার্থীর সমর্থনে তৃণমূল শ্রমিক সংগঠনের সভা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৫মার্চঃ
সোমবার সকালে শ্যামসুন্দরপুর কোলিয়ারি গেটে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করল তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি । উপস্থিত ছিলেন রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্রনাথ চক্রবর্তী । নরেন বাবু বলেন কেন্দ্রের বিজেপি সরকার রাষ্ট্রায়ত্ত সব শিল্প বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে । কয়লা শিল্প রয়েছে এরমধ্যে । কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে না পারলে আগামী দিনে কয়লা শিল্প হয়তো চলে যাবে বেসরকারি মালিকদের হাতে । তাই বিধানসভা ভোটে রাজ্যের সর্বত্র বিজেপিকে হারিয়ে এর জবাব দেওয়ার ডাক দেন নরেন বাবু । তাপস বাবু বলেন রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস বরাবরই শ্রমিকদের স্বার্থে কাজ করে । অসংগঠিত শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে । অন্যদিকে সভায় উপস্থিত বর্ষীয়ান শ্রমিক নেতা সোমনাথ চট্টোপাধ্যায় বলেন কয়লা শিল্পে অসংগঠিত শ্রমিকদের সাথে বিমাতাসুলভ আচরণ করা হয় । সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ও শ্রমিকরা পাইনা । সোমনাথ বাবু বলেন তাপস বন্দ্যোপাধ্যায় নরেন চক্রবর্তী- রা বিধায়ক হিসেবে বিধানসভায় গিয়ে শ্রমিক স্বার্থে কাজ করবেন । তাই তাদের বিপুল ভোটে জেতানোর ডাক দেন তিনি ।