খনির বেসরকারিকরণ রুখতে নকশাল পন্থী শ্রমিক সংগঠনের বৈঠক
আমার কথা, আসানসোল, ৯ জানুয়ারি:
বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হয়েছে নকশাল পন্থী শ্রমিক সংগঠন কোল মাইন্স ওয়ার্কার ইউনিয়ন। আন্দোলনের রূপরেখা তৈরি করতে মঙ্গলবার আসানসোলের এসবি গড়াই রোডে একটি সভা কক্ষে সংগঠনের মিটিং হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা উপেন্দ্র সিং, কৃষ্ণা সিং, শুভেন্দু সেন, সোমনাথ চ্যাটার্জী, সুরেন্দ্র কুমার সহ অন্যরা। মিটিং শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এদিনের মিটিংয়ে বীরভূম, পশ্চিম বর্ধমান ও পড়শি রাজ্য ঝাড়খণ্ডের শ্রমিক নেতা ও কর্মীরা বৈঠকে যোগ দিয়েছিলেন। পাশাপাশি তারা জানান কেন্দ্রের বিজেপি সরকার কয়লা শিল্পকে দেশি, বিদেশি পুঁজিপতি মালিকদের হাতে তুলে দিতে উদ্যোগী হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকরা মালিকদের দাস-এ পরিণত হবে। এর প্রত্যক্ষ প্রভাবে রুগ্ন হবে খনি ও খনি সংলগ্ন এলাকার অর্থনীতি। তাই কয়লা শিল্প বেসরকারিকরন রুখতে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।