মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে গণধোলাইয়ের ঘটনায় গ্রেফতার ৭
আমার কথা, লাউদোহা, ৩১ জুলাই:
ফরিদপুর থানার নবঘনপুর গ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় সাত জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার তাদের পেশ করা হয় মহকুমা আদালতে। ধৃতবের দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
মঙ্গলবার সকালে দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন কিশন পাহাড়ী নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। চলাফেরা কথাবার্তাতে অসংলগ্নতার কারণে স্থানীয়রা তাকে ছেলে ধরা বলে সন্দেহ করে । এরপর ওই ব্যক্তিকে ধরে বেঁধে রাখা হয় গ্রামের একটি মন্দিরের পিলারের সাথে । গ্রামবাসীদের একাংশের হাতে গণপিটুনির শিকার হন তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । মারমুখি জনতার হাত থেকে ঐ ব্যক্তিকে উদ্ধার করতে পেতে হয় পুলিশকে । ঘটনাস্থলে পুলিশও আক্রান্ত হয় বলে অভিযোগ । গনপিটুনিতে ওই ব্যক্তি আহত হন । তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ ভর্তি করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে । ঘটনাতে স্বপ্রনোদিত হয়ে অভিযোগ দায়ের করে পুলিশ । ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে এলাকায় অভিযান চালিয়ে মনোজ গোপ, বিপুল গোপ, গণেশ স্বর্ণকার, তাপস বাগদি, বিষ্ণু মান, অশোক হাজরা ও কার্তিক বাউরী নামে ৭ জনকে গ্রেফতার করা হয় । বুধবার অভিযুক্তদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । বিচারক ধৃতদের দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।