অন্ডালে কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৪অক্টোবরঃ
অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হল এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা । রবিবার বিকেলে সম্বর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয় সিঁদুলির রিক্রিশন ক্লাব ময়দান চত্বরে। স্মারক, শংসাপত্র ও উপহার দিয়ে মাধ্যমিকের ৩৫ ও উচ্চ মাধ্যমিকের ২৫ জন কৃতি ছাত্রছাত্রীদের এদিন সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারি, এডিএম প্রশান্ত মন্ডল, জেলা পরিষদের কর্মধ্যক্ষ কালোবরন মন্ডল, রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলী সহ অন্যান্যরা।