উপ-নির্বাচনের আগে পান্ডবেশ্বরে লক্ষ লক্ষ টাকা উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৬ মার্চঃ
আসানসোল লোকসভার উপ-নির্বাচনের আগে নাকা চেকিংয়ে উদ্ধার হল চার লক্ষ কুড়ি হাজার টাকা। জানা যায় শুক্রবার রাতে পাণ্ডবেশ্বর এর অজয় সেতুর উপর নাকা চেকিং চলার সময় এক ব্যক্তির কাছ থেকে এই টাকা উদ্ধার হয়। বীরভূম জেলার দুবরাজপুরের বাসিন্দা ঐ ব্যক্তি চারচাকা গাড়ি নিয়ে দুর্গাপুর থেকে দুবরাজপুর যাচ্ছিলেন। এত পরিমান টাকা কিসের জন্য নিয়ে যাচ্ছিলেন, ওই ব্যক্তি তার সদুত্তোর দিতে না পারায় টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। টাকা উদ্ধারের পর-ই অজয় সেতুর উপর আরও জোরদার করা হয়েছে নাকা তল্লাশি। ভোটের মুখে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য।