দীঘা ফেরত টুরিস্ট বাসের সাথে মিনিবাসের সংঘর্ষ, জখম একাধিক
আমার কথা, জামুড়িয়া, ২৪ জানুয়ারীঃ
জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত চাকদোলা পুলের কাছে একটি মিনি বাস এবং টুরিস্ট বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাস চালক সহ প্রায় ১২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দীঘা থেকে বীরভূম যাচ্ছিল একটি টুরিস্ট বাস এবং হরিপুর থেকে জামুড়িয়া হয়ে আসানসোল যাচ্ছিল একটি মিনি বা। দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দুই বাসের চালক সহ মিনি বাস এবং টুরিস্ট বাসের প্রায় ১২ জন যাত্রী আহত হন। দীঘা থেকে বীরভূম গামী টুরিস্ট বাসে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ এবং স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।