বামুনাড়ায় প্রার্থীদের প্রচারে খোদ মন্ত্রী
আমার কথা, কাঁকসা, ২ জুলাই:
দলীয় প্রার্থীদের সমর্থনে রবিবার সকাল ১০ টা থেকে কাঁকসার বামুনাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে প্রচার করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। এদিন ঢাকঢোল বাজিয়ে তৃণমূলের প্রার্থীদের নিয়ে কাঁকসার বামুনাড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে মিছিল করে প্রচার সাড়েন মন্ত্রী।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা। প্রদীপ মজুমদার জানিয়েছেন কর্মীদের সাথে প্রচার সেরে খুব ভালো অনুভূতি হয়েছে তার। এদিন তিনি ফের ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সরব হন।