মন্ত্রী শুভেন্দু আধিকারী ও তাঁর মায়ের আরোগ্য কামনায় পিয়ালা কালীমন্দিরে মহাযজ্ঞ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর) ২৮সেপ্টেম্বরঃ
রাজ্য তথা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বাড়ছে মৃতুর হারও, তবে মৃত্যুর নিরিখে সুস্থতার হার বেশি এমনতাই জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক। সেই আক্রান্তের তালিকায় এবার ঢুকে পড়লেন খোদ রাজ্যের সেচ ও পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা শুভেন্দু অধিকারী। সাথে অসুস্থ শুভেন্দুবাবুর মা গায়েত্রীদেবীও। বর্তমানে তাঁরা চিকিৎসাধী। ত্তাই মন্ত্রী ও তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনায় দুর্গাপুরের পিয়ালা কালীমন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়। দুর্গাপুর নগর নিগমের ৩২নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মূলতঃ এই মহাযজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের পুরপিতা মানস রায় ও ওয়ার্ডের সভাপতি শুভঙ্কর পান্ডা।
পুরপিতা মানস রায় জানান “মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মা করোনায় আক্রান্ত। তাঁরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তার জন্য আমরা এদিন পিয়ালা কালীমন্দিরে এই মহাযজ্ঞের আয়োজন করেছি।”