পানাগড়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু নাবালিকার, জখম নাবালক
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২৮ফেব্রুয়ারীঃ
পানাগড় বাইপাস সংলগ্ন কাঁকসার মাধব মাঠ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শবনম খাতুন নামের এগারো বছরের কিশোরীর। আহত হয় বাইকের চালক বছর চোদ্দর সাহিল আনসারী।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাঁকসা থানার পৌঁছে গুরুতর আহত অবস্থায় দুইজনকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় শবনম খাতুন নামে ওই কিশোরীর। গুরুতর আহত অবস্থায় সাহিল আনসারিকে ভর্তি করা হয় পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ও আহত দুইজনেরই বাড়ি কাঁকসার সেখ পাড়ায়। রবিবার দুপুরে পড়ারই এক ব্যক্তির বাইক নিয়ে পানাগর বাইপাসের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। স্থানীয়রা দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানা পুলিশ আহত দুজনকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শবনম খাতুন নামের কিশোরীর রাস্তাতেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিত্সকেরা।