দুর্ঘটনায় মৃত্যু দুর্গাপুরের এক নাবালকের, আহত পরিবারের আরো তিন

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৪ সেপ্টেম্বরঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। সাথে আহত হয়েছে ওই নাবালকের পরিবার। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আসানসোলের কালীপাহাড়ি এলাকায়।
জানা গিয়েছে দুর্গাপুরের ভিড়িঙ্গীর বাসিন্দা প্রবীর বাদ্যকর তার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে আসানসোলে শ্বশুরবাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন। কালীপাহাড়ি মোড়ে তাদের বাইকের পেছনে একটি ট্রেলার ধাক্কা মারলে তারা স্বপরিবার বাইক থেকে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেউ মৃত্যু হয় প্রবীর বাদ্যকরের একটি ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপরেই উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ কালীপাহাড়ি মোড়ে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে কিন্তু প্রশাসনের সেভাবে নজরদারি নেই। তাদের দাবি দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় পুলিশী নজরদারি আরো বাড়ানো হোক। পরে পুলিশ এসে আস্বাস দিলে অবরোধ উঠে যায়।