পান্ডবেশ্বর ব্লকে একা কুম্ভ সিপিএমের রমেশ বাউড়ি
আমার কথা, পান্ডবেশ্বর, ১১ জুলাই:
গোটা পাণ্ডবেশ্বর ব্লকে বিরোধীরা পেয়েছে মাত্র একটি আসন। বিরোধীদের মধ্যে জিতেছেন একমাত্র সিপিএমের রমেশ বাউরি।
পাণ্ডবেশ্বর ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট আসন রয়েছে ১৩৪ টি। ভোট হয়েছে ১৩১ টি আসনে। এর মধ্যে তৃণমূল পেয়েছে ১৩০ টি আসন। মাত্র একটি আসনে জয় পেয়েছে বিরোধী প্রার্থী। বহুলা গ্রাম পঞ্চায়েতের পড়াশকোল গ্রামের ১০৮ নম্বর সংসদে রমেশ বাউরি জিতেছেন কাস্তে হাতুড়ি তারা প্রতীকে। এই সংসদের মোট ভোটার ৬০৫ জন। এর মধ্যে সিপিএম প্রার্থী রমেশ বাউরী পেয়েছেন ৩৩২ টি ভোট। তৃণমূল ১৭১ ও বিজেপি প্রার্থী পেয়েছেন ৭২ টি ভোট। নষ্ট হয়েছে ৩০ টি ভোট। রমেশ বাবু জিতেছেন ১৬১ ভোটে।
বছর চল্লিশের রমেশ বাবু পেশায় টোটো চালক। বাড়িতে রয়েছে স্ত্রী, ছেলে ছাড়াও বৃদ্ধ মা ও ভাই। সামান্য রোজগারের টানাটানি সংসার। সৎ হিসেবে পরিচিত। কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। স্রোতের বিপরীতে প্রায় ১৫ বছর যুক্ত রয়েছেন সিপিএম পার্টির সাথে। জয়ের পর রমেশবাবু জানান মানুষের বিশ্বাস জেতাটাই আসল, আমি সেটা করতে পারায় খুশি। এলাকায় অনেক কাজ বাকি রয়েছে সেসব কাজ করার চেষ্টা করব বলে জানান তিনি। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বহুলা পঞ্চায়েত এলাকায় একটিও আসন পাইনি সিপিএম। এবার জিতে একা কুম্ভের মত সিপিআইএমের পতাকাকে তুলে ধরলেন রমেশ।