দুর্গাপুরে স্কুলে দুষ্কৃতি তান্ডব, উদ্দেশ্য চুরি নাকি অন্য কিছু?
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ এপ্রিলঃ
দুর্গাপুর এম.এ.এম.সি টাউনশিপে হেভি ইঞ্জিনিয়ারিং প্রাথমিক বিদ্যালয়ে দুস্কৃতিরা তান্ডব চালায় সোমবার রাতে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। স্কুল কর্তৃপক্ষ পুলিসে অভিযোগ জানায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিস এসে তদন্ত শুরু করে। স্কুল কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতিরা স্কুলের বেশ কয়েকটি দরজার তালা ভেঙে চুরির চেষ্টা চালায়। ভাঙা হয় একটি দরজা। ল্যাবের জিনিসপত্র লণ্ডভণ্ড করে দুষ্কৃতিরা। কিছু চুরি গিয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্কুলের কর্মীরা স্কুলের গেট খুলতে এসে দেখেন বেশ কয়েকটি ক্লাস রুমের ও ল্যাবের তালা খোলা। জলের পাইপলাইন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। জলের কল ভেঙে নিয়ে গিয়েছে দুষ্কৃরা। তড়িঘড়ি পুলিসে খবর দেয়। কি উদ্দেশ্যে স্কুলে দুষ্কৃতীরা এসে ছিলো এবং কি কি চুরি গিয়েছে তদন্ত করে দেখছে পুলিস।