কাঁকসায় সেনা আধিকারিকের ঘরে দুষ্কৃতি তান্ডব, লক্ষাধিক টাকার চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩ফেব্রুয়ারীঃ
কাঁকসার ডাকবাংলোয় বায়ু সেনা আধিকারিকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এম এ এম সি এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে আনন্দি সিং নামে ওই বাড়ির মালিক পানাগড় বায়ু সেনা ছাউনির এক উচ্চপদস্থ আধিকারিক কে তাঁর বাড়ি ভাড়া দেন।
বায়ু সেনার ওই আধিকারিক গত শনিবার দিল্লিতে নিজের বাড়ি যান। ওই সেনা আধিকারিকের ঘর তালাবন্ধই ছিল। সেই সুযোগে বাড়িতে কেউ না থাকায় রাতের অন্ধকারে দরজার তালা ভেঙে বাড়ির মূল্যবান আসবাব পত্র, মূল্যবান একটি টিভি,গয়নার পরিমান জানা না গেলেও অনুমান করা হচ্ছে তা প্রায় লক্ষাধিক টাকার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।
প্রতিবেশীরাই প্রথমে ভাড়াটিয়া ওই সেনা আধিকারিককে ফোনে চুরির বিষয়টি জানান। পরে সেনা আধিকারিক ওই বাড়ির মালিক আনন্দি সিংকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছান ও পুলিশকে খবর দেন।
চুরির খবর পেয়ে পানাগড় বায়ু সেনা ছাউনির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন সাথে কাঁকসা থানায় অভিযোগ জানান সেনা আধিকারিকরা।