ফের পোস্টার শিল্পাঞ্চলে, এবার সাংসদের সাথে নিখোঁজের তালিকায় বিজেপি বিধায়কও
আমার কথা, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারী:
দুর্গাপুরে নিখোঁজের পোস্টার পড়লো বিজেপি বিধায়ক ও সাংসদ এসএস আলুআলিয়ার বিরুদ্ধে।
আবারও বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শিল্পাঞ্চলে। তবে এবার শুধু সাংসদের নয়। সাংসদের পাশে নিখোঁজের তালিকায় নাম লেখালেন বিজেপি বিধায়কও। দুর্গাপুরে ডিটিপিএস টাউনশিপের থার্ড কলোনী সংলগ্ন এফ এস খাটাল বস্তিতে পরপর পড়লো এই নিখোঁজের পোস্টার।কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারনের কাজ শুরু হয়েছে, বেশ কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই সম্প্রশারণে, ইতিমধ্যে ডিটিপিএস কর্তৃপক্ষ উচ্ছেদ এর নোটিস দিয়েছে বিভিন্ন এলাকায়, অভিযান শুরু হয়েছে এই প্রক্রিয়ায়, আন্দোলন পাল্টা আন্দোলনে উত্তপ্ত হয়েছে দুর্গাপুর থার্মাল পাওয়ার টাউনশিপ চত্বর। বস্তিবাসিদের দাবি ছিল পুনর্বাসন ছাড়া তারা সরবেন না। আজ মঙ্গলবার সেই দাবীকে সামনে রেখেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই ও বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে নিখোঁজের পোস্টার দুর্গাপুরের ডিটিপিএস টাউনশিপের এফ এস খাটাল বস্তিতে। ক্ষোভ উগরে দেন বস্তিবাসিরা। বিজেপি বিধায়ক ও সাংসদের নামে নিখোঁজের পোস্টার দিয়েছে, এতে যদি তাদের ঘুম ভাঙে তাই বস্তিবাসীরা এলাকায় নিখোঁজ পোস্টার দিয়েছেন বিভিন্ন দেওয়ালে বলে অভিযোগ জানান তারা।