রবিবাসরীয় ভোট প্রচারে তৃণমূল বিধায়ক
আমার কথা, অন্ডাল, ২ জুলাই:
অন্ডালে তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারে অংশ নিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এদিন শাসকদলের প্রচার হয় শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায়।
ত্রিস্তর পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে এলাকায় ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। জোর প্রচার চালাচ্ছে শাসক বিরোধী সব রাজনৈতিক দলই। রবিবার সকালে অন্ডাল ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় শাসক দলের পক্ষ থেকে প্রার্থীদের সমর্থনে জনসংযোগ প্রচার কর্মসূচি করা হয়। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে এদিন বাড়ি বাড়ি প্রচার করেন এলাকার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতা উত্তম মুখোপাধ্যায়, কাঞ্চন মিত্র, দলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী কালোবরণ মন্ডল সহ অন্যরা। এদিন সকালে প্রচারের সূচনা হয় শ্রীরামপুর তৃণমূল কার্যালয় থেকে। প্রচার শেষ হয় কুটিরডাঙ্গা এলাকায়।