পান্ডবেশ্বর ব্লক অফিসে সৌর বিদ্যুৎকরণ ব্যবস্থার উদ্বোধন করলেন বিধায়ক
আমার কথা, পান্ডবেশ্বর, ৫ অক্টোবর:
পাণ্ডবেশ্বর ব্লক অফিসের সৌর-বিদ্যুৎকরণ ব্যবস্থাটি শুভ উদ্বোধন হলো শুক্রবার। উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস ও আরও অনেকে।
এই প্রসঙ্গে বিধায়ক বললেন ওনার বিধানসভা এলাকার ছ’টি স্কুলে এই সৌর বিদ্যুৎকরণ ব্যবস্থাটি শুরু হতে চলেছে এবং আগামী পর্যায়ে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার সমস্ত সরকারি অফিস, গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলির ওপর সৌর বিদ্যুৎকরণ ব্যবস্থাটি বসানো হবে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হবে অন্যদিকে সরকারি অর্থেরও কিছুটা সাশ্রয় হবে। পুজোর উৎসবের আবহের মধ্যে এইরকম একটি পরিবেশ বান্ধব প্রকল্পের শুভ সূচনা করতে পেরে উনি খুবই আনন্দিত হয়েছেন।
এই উপলক্ষে সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা বলেন আমাদের দূষণ বিহীন বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। এবং সেই উদ্দেশ্যে পান্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি জেলার মধ্যে সবার প্রথম নিজের অফিস থেকে সৌর-বিদ্যুৎকরণ করতে পেরেছে এবং ভবিষ্যতে বিধায়কের কথা মত গ্রাম পঞ্চায়েত স্তরেও এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এরপর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পান্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস হাসপাতালটি পরিদর্শন করেন এবং বিধায়ক হাসপাতালের মেটার্নিটি ওয়ার্ডে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা যুক্ত করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন যে পাণ্ডবেশ্বরের হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে সব রকম সাহায্য করবেন।
সভাপতি রমা রুইদাস বলেন কিছুদিন আগে বিডিও, তিনি পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি এবং স্বাস্থ্যকর্মাধ্যক্ষ মিলে পরিদর্শনে এসে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা আসন্ন পঞ্চায়েত সমিতির উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করবেন।