দুর্গাপুরের সরকারী হাসপাতালে বিধায়কের ডেডবডি কিট প্রদান
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০মেঃ
দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়ার জন্য দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার ১০০ টি ডেডবডি কিট প্রদান করলেন হাসপাতাল কর্তৃপক্ষকে।
এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপারের হাতে ১০০টি ডেড বডি কিট তুলে দেন বিধায়ক প্রদীপ মজুমদার।
সাথে ছিলেন দুর্গাপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা দীপঙ্কর লাহা এবং ২৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁই।
হাসপাতাল সুপার জানিয়েছেন এর ফলে অনেকটাই সুবিধা হবে তাদের। মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় কভার না থাকার জন্য সমস্যা দেখা দিয়েছিল। তবে বিধায়কের দেওয়া ডেড বডি কিট হওয়ার ফলে অনেকটাই সুবিধা হল।