৬১% কাজের বদলে পরিসংখ্যানে ৩০% দেখানোতে হতাশ বিধায়ক
আমার কথা, মুনমুন দত্ত, রানীগঞ্জ, ২৬ সেপ্টেম্বর:
পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা এলাকার কাজের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। ৫১ শতাংশ কাজ হওয়ায় জেলার মধ্যে সেরা বিধানসভার তকমা পেয়েছে পাণ্ডবেশ্বর। দ্বিতীয় স্থানে রয়েছে বারাবনি বিধানসভা। সেখানে কাজ হয়েছে ৪৯ শতাংশ। জামুরিয়া ৪০ শতাংশ, দুর্গাপুর পূর্ব ৩৭ শতাংশ, আসানসোল দক্ষিণ ৩৪ শতাংশ, রাণীগঞ্জ বিধানসভায় কাজ হয়েছে ৩০ শতাংশ, কুলটি বিধানসভায় ২৯ ও আসানসোল উত্তর বিধানসভায় এই সময়কালে কাজ হয়েছে ২৬ শতাংশ, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে কাজ হয়েছে ২০ শতাংশ বলে সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়।
এই পরিসংখ্যানে হতাশা প্রকাশ করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিকদের একাংশের কাছে তিনি দাবি করেন তার এলাকাতে ৬১ শতাংশের মতো কাজ সম্পন্ন হয়েছে। ২০২৩/ ২৪ বর্ষে এখন পর্যন্ত খরচ হয়েছে এক কোটি তিন লক্ষ টাকা। অন্যান্য বিধানসভা এলাকার থেকে রানীগঞ্জ বিধানসভায় অনেক বেশি কাজ হয়েছে। কিন্তু পরিসংখ্যানে তার প্রতিফলন ঘটেনি। কেন কাজের সঠিক প্রতিফলন ঘটল না! বিষয়টি নিয়ে তিনি চিন্তা প্রকাশ করেন। তবে এই বিষয়ে তিনি কাউকে সরাসরি দোষারোপ করেননি। তবে বিষয়টি নিয়ে তিনি যে হতাশ তার শরীরীভাষাতেই তা স্পষ্ট।