ওভারলোডিং গাড়ি চলাচলের প্রতিবাদে বিক্ষোভ বিধায়িকার, পুলিশের সাথে বচসা
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৪ নভেম্বরঃ
ওভারলোডিং যানবাহন চলছে, আর যার দরুন যত্রতত্র দুর্ঘটনা ও প্রাণহানির মত ঘটনা ঘটছে। প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে আসানসোলের চিত্রা মোড় এলাকায় বিক্ষোভ দেখালো বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের এই বিক্ষোভ সমাবেশে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিল। কোন রকম বিশৃঙ্খলা এড়াতে হিরাপুর থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল চিত্রা মোড় এলাকায়। শুক্রবারের এই বিক্ষোভ সমাবেশে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় আসানসোলে যত্রতত্র ওভারলোডিং যানবাহন চলছে। কোথাও কোথাও বালি বোঝাই ট্রাকের গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটার পাশাপাশি প্রাণহানির মত ঘটনাও ঘটছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ বলে জানা গেছে। এই কর্মসূচি চলতে চলতেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক ধ্বস্তাধ্বস্তি শুরু হয় পুলিশের। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার কিছুটা অংশ জুড়ে অবরোধ শুরু করে। পুলিশ সেই মুহূর্তে তাদেরকে সরিয়ে রাস্তার পাশে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিধায়িকা অগ্নিমিত্রা পল। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এদিন বিক্ষোভ শেষে অগ্নিমিত্রা পল বলেন বালি বোঝাই ওভারলোডিং ট্রাক জনবহুল রাস্তা দিয়ে যাওয়ার ফলে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। এর প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখানে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।