“সাহায্য করতেই সহায়তা শিবির”, বিরোধীদের কটাক্ষের জবাব বিধায়কের
আমার কথা, অন্ডাল, ২৩ ফেব্রুয়ারী:
বকেয়া টাকা ফেরত পেতে যাতে জব কার্ড হোল্ডারদের অসুবিধা না হয় সেজন্যই দলের পক্ষ থেকে সহায়তা শিবির করা হচ্ছে, শিবির নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে এ কথা বললেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উখরা গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে তৃণমূলের সহায়তা শিবির শুরু হয়েছে গত ১৮ তারিখে। তৃণমূল পরিচালিত উখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল এর পাশাপাশি শিবিরে শুক্রবার উপস্থিত ছিলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান অন্ডাল ব্লকের আটটি সহায়তা শিবিরে উপস্থিত থেকেছি। প্রতিটি শিবির এই জব কার্ড হোল্ডারদের উপস্থিতি চোখে পড়েছে। কেন্দ্র একশ দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে, কিন্তু রাজ্য সরকার সেই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য প্রশাসন জব কার্ড হোল্ডারদের বকায়া ফেরত দিতে প্রয়োজনীয় নথি সংগ্রহ করছে। তৃণমূল দলের পক্ষ থেকেও সহায়তা শিবির খুলে জব কার্ড হোল্ডারদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান তাপস বাবু।
তৃণমূলের সহায়তা শিবির নিয়ে ইতিমধ্যে বিরোধিতায় সরব হয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ টাকা ফেরত, নথি সংগ্রহ করা প্রশাসনের কাজ। তৃণমূলের শিবির খুলে নথি সংগ্রহ করা সম্পূর্ণ বেআইনি বলে অভিযোগ বিরোধীদের। এই প্রসঙ্গে তাপস বাবু বলেন তৃণমূল সর্বদা মানুষের পাশে থাকে। টাকা ফেরত পেতে যাতে কারও কোন অসুবিধা না হয় সেজন্যই দলের পক্ষ থেকে সহায়তা শিবির করা হয়েছে। বিরোধীদের সাথে মানুষ নেই, ওদের কাজ সর্বদা অভিযোগ করা। তাই ওদের কথার কোন গুরুত্ব নেই বলে সাফ জানান তাপস বাবু। অন্যদিকে উখরা গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে একশ দিনের কাজ করে টাকা পায়নি এরকম জব কার্ড হোল্ডারের সংখ্যা ২৭২ জন। ১৮ তারিখ থেকে এদিন পর্যন্ত শিবিরে টাকা পাওয়ার জন্য ২১০ টি ফর্ম জমা পড়েছে।