চলন্ত ট্রেনে একের পর এক মোবাইল চুরি, দুর্গাপুর স্টেশনে ধৃত দুষ্কৃতী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৬ জুলাইঃ
শুক্রবার দুর্গাপুর রেলস্টেশন থেকে জিআরপি পুলিশ গ্রেপ্তার করে এক দুষ্কৃতিকে। তার কাছ থেকে উদ্ধার হয় ছটি মোবাইল ফোন। ধৃতের নাম আফজল লামন। শনিবার তাকে আদালতে পেশ করে জিআরপি পুলিশ। সূত্র মারফত জানা যায় চলতি মাসের ১৪ তারিখ হাওড়া থেকে জসিডি যাওয়ার পথে ট্রেনে বিহারের ভাগলপুরের বাসিন্দা বিপিন কুমার নামে এক ব্যক্তির মোবাইল হারিয়ে যায়। ঐদিন তিনি অন্ডাল জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল দুর্গাপুর স্টেশন থেকে আফজাল লামন নামে এক দুষ্কৃতী আরপিএফ ও জিআরপির যৈথ উদ্যোগে ধরা পড়ে। বিপিন কুমারের মোবাইলটি সহ আরো পাঁচটি মোবাইল ধৃতে-র কাছ থেকে উদ্ধার হয় । ট্রেনে সে যাত্রীদের কাছ থেকে মোবাইল চুরি করত বলে জেরায় স্বীকার করে আফজল।