ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব
আমার কথা, কাঁকসা, ১৭ আগস্ট:
এক ব্যক্তির ব্যাংক একাউন্ট থেকে নগদ ১০হাজার টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পানাগড়ে।
বুধবার দুপুরে পানাগড়ের ব্যবসায়ী বিকাশ আগরওয়াল এই বিষয়ে কাঁকসা থানায় সাইবার বিভাগে লিখিত অভিযোগ জানান তিনি।
পানাগড়ের ব্যবসায়ী বিকাশ আগারওয়ালের অভিযোগ কয়েক মাস আগে তার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এই ভাবেই টাকা গায়েব হয়ে গিয়েছিল। এবার রাত্রে পানাগড় বাজারের একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে তার টাকা গায়েব হয়ে যাওয়ার মেসেজ আসে মোবাইলে। তৎক্ষণাৎ তিনি ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা অন্য ব্যাংকের একটি একাউন্টে স্থানান্তরিত করেন।
এই বিষয়ে তিনি কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।