অ্যাকাউন্টে ঢোকেনি টাকা, দুর্গাপুরে ভোটের ডিউটিতে নারাজ পোলিং অফিসারদের বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫এপ্রিলঃ
রাত পেরোলেই রাজ্যে সপ্তম দফার নির্বাচন আর নির্বাচনের ঠিক আগের দিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে তিনটি ডিসিআরসি কেন্দ্রের মধ্যে একটিতে প্রবল ক্ষোভে ফেটে পড়লেন পোলিং অফিসাররা, অভিযোগ প্রতিশ্রুতি মাফিক তাদের ভোটের ডিউটির জন্য যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি।
রবিবার দুর্গাপুরের বেসরকারি আইন কলেজে যে ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে সেই কেন্দ্রের ফার্স্ট পোলিং অফিসারদের অভিযোগ ফর্ম ফিল-আপের সময় তাদের বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেটা তো হয়নি, উপরন্তু ভোটের ডিউটি সিডিউল নিতে আসার সময় পর্যন্ত্য তারা দেখেছেন তখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
প্রতিবাদে তারা সাফ জানিয়ে দেন রাতের মধ্যে তারা যদি টাকা না পান তাহলে ভোটের ডিউটি তারা করবেন না।
এদিকে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় নির্বাচনী আধিকারিকদের।
দুর্গাপুরের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অর্ঘপ্রসূন কাজি বলেন, পোলিং অফিসারদের অনেক বোঝানো হয়েছে কিন্তু তারা নিজেদের সিদ্ধান্তে অনড়। তবে কমিশনের নির্দেশ অনুসারে ওনাদের ভোটের ডিউটি করতেই হবে।
তবে পোলিং অফিসারদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে জেলা নির্বাচনী আধিকারিকদের লিখিত প্রতিশ্রুতি দিতে হয় যে ভোটের ডিউটি শেষ হলেই তাদের টাকা মিটিয়ে দেওয়া হবে। এরপরেই বিক্ষোভ উঠে যায়।