দিনের আলোয় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই
আমার কথা, উখড়া, ৫ ফেব্রুয়ারী:
প্রকাশ্য দিনের আলোয় ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিলো দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে উখরায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
উখরার আড়তপাড়ার বাসিন্দা তাপস মন্ডল উখরার হনুমানডাঙ্গায় সরকারী লাইসেন্স বিশিষ্ট একটি দেশি মদের দোকান চালান। । বাঁকোলা রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তার ব্যবসায়িক অ্যাকাউন্ট আছে।
তাপসবাবু জানান আজ সোমবার দোকান থেকে ৪লক্ষ ৬৫ হাজার টাকা নগদ একটি ব্যাগে ভরে বেলা ১১.৩০ নাগাদ স্কুটিতে করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তবে অন্যান্য দিন তিনি যে রাস্তা দিয়ে ব্যাংকে যান, আজ সেই পথ না ধরে তিনি উখরা মাধাইগঞ্জ রোড ধরে ব্যাংকে যাওয়ার জন্য মেন রাস্তা ছেড়ে যখন একটি গলিতে ঢোকেন, সেই সময় ওই গলিতে তিনজন যুবক যাদের মধ্যে একজন বাইকে বসেছিল আর বাকি দুজন তাপসবাবুর দিকে হাত দেখিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। ওই যুবকদের হাত তুলতে দেখে তাপসবাবু তাঁর স্কুটিটি দাঁড় করান যেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে ওই যুবকেরা তাপসবাবুর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে বাইকে করে চম্পট দেয়। তাপসবাবু বিষয়টি মৌখিকভাবে উখরা ফাঁড়ির পুলিশকে জানিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত্য জানা গিয়েছে, এরপর তিনি লিখিত আকারেও দায়ের করবেন বলে জানাবেন। তবে দিনে দুপুরে এভাবে ছিনতাইয়ের ঘটনায় যেমন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে তেমনই নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে ব্যবসায়ী মহলে।