লকডাউনের মাঝে রাজমিস্ত্রি দিয়ে বাড়ির কাজ করাতে গিয়ে কাঁকসায় ব্যাক্তির শ্রীঘরে ঠাঁই
করোনা ভাইরাসের সংক্রণ এড়াতে সরকার আর বিসেশজ্ঞদের মত মানুষজন যদি ভিড় এড়িয়ে নিজেদের গৃহবন্দী করে রাখেন তাহলে এই সংক্রমণের মরন কামড় থেকে বাঁচতে পারবে আর তাঁর জন্যই দেশ জুড়ে চলছে লকডাউন। সরকারের এই আবেদন অনেকেই মেনে নিয়ে লকডাউন পালন করছেন আবার অনেকেই বিষয়টি নিয়ে উদাসিন। আর এর জ্বলন্ত উদাহরন পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত মাধবমাঠের ঘটনা। লকডাউনের আওতায় যেখানে সাবধানতামূলক সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সরকার সহ বিভিন্ন প্রশাসনিক মহল থেকে বারংবার আবেদন সহ সাবধান করা হচ্ছে সেখানে ওই এলাকার বাসিন্দা তপন লোহার রাজমিস্ত্রি লাগিয়ে বাড়ি নির্মানের কাজ করছিলেন, আর এই নির্মানের কাজে যুক্ত হয়েছিল ৩০জন শ্রমিক। খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে পুলিশ তপন লোহারের বাড়ি গিয়ে কাজ বন্ধ করে দিয়ে বাড়ির মালিক তপ লোহার সহ আরো ২জন শ্রমিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিকে লকডাউনের মধ্যে শ্রমিক লাগিয়ে বাড়ি নির্মানের বিষয়টি স্বীকার করে নেন তপন লোহার।