‘সাবধান’ মাস্ক না পড়ে বেরোবেন না, দুর্গাপুরে একদিনে আটক ১৪৫
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুলাইঃ
দুর্গাপুরে ক্রমবর্ধিত করোনা সংক্রমন রোধে মাস্ক পড়া আবশ্যিক, সাধারন মানুষকে এমনটাই বার্তা দিচ্ছে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না কোনো মতেই। ভাল কথায় কাজ না হলে আইনী পথে মানুষকে সচেতন করতে হবে এরকম মনোভাব নিয়ে এভাব আরো কড়া হল দুর্গাপুর পুলিশ। প্রতিদিন দুর্গাপুরের বিভিন্ন বাজার সহ পথে ঘাটে পুলিশী নজরদারি চালানো হচ্ছে। চালানো হচ্ছে ‘মাস্ক অভিযান’। যদি কেউ মাস্ক না পরে বাড়ির বাইরে বের হচ্ছেন, আর তা যদি পুলিশের চোখে পড়ছে তো ছাড় নেই সেই ব্যাক্তির। প্রথম প্রপ্তহম পুলিশ তাঁকে মাস্ক কিনিয়ে তা পরিয়ে তারপর ছাড় দিচ্ছিল। কিন্তু তাতেও যখন সেভাবে কাজ না হওয়ায় এবার আরো কড়া পদক্ষেপ নিলো দুর্গাপুর পুলিশ। মাস্ক না পরলে সরাসরি আটক আর তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে সোজা থানায়। আজ সোমবার দুর্গাপুর থানার পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এরকম ২৮ জন ন্যাক্তিকে আটক করে যারা মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বেরিয়েছিল।
করোনার থাবার থেকে বাঁচার অন্যতম হাতিয়ার হল মাস্ক, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সরকার থেকে বারংবার বিভিন্ন ভাবে সাধারন মানুষকে সচেতন করা হচ্ছে মাস্ক পড়ে বাড়ির বাইরে বেরোনো। কিন্তু কিছু মানুষ এ বিষয়ে সচেতন হলে বেশির ভাগ মানুষজনই যেথেষ্ট উদাসিন। তাই তাদের ক্ষেত্রে কড়া মনোভাব নিয়ে এবার আইনী পথে হাঁটতে শুরু করল পুলিশ প্রশাসন।
দুর্গাপুর শহুরকে করোনা সংক্রমনের হাত থেকে বাঁচাতে রবিবার একটি প্রশাসনিক বৈঠক হয় দুর্গাপুর নগর নিগমে। বৈঠক শেষে ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান যে, এবার থেকে প্রতিদিন আরো কঠোরভাবে মাস্ক অভিযান চালাবে দুর্গাপুর পুলিশ। য়াজ সারাদিনে দুর্গাপুর মহকুমায় মোট ১৪৫ জনকে মাস্ক না পরার কারনে আটক করে পুলিশ। যার মধ্যে শুধুমাত্র ওয়ারিয়া, ফরিদপুর ও বি-জোনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৮ জনকে আটক করা হয়। আগামী দিনগুলিতে এভাবেই পুলিশ ‘মাস্ক অভিযান’ চালাবে বলে জানান দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখোপাধ্যায়।