অন্ডালে শাসক বিরোধী সংঘর্ষে আহত একাধিক
jiআমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৯মেঃ
শাসক-বিরোধী সংঘর্ষে এলাকায় ছড়ালো চরম উত্তেজনা। বুধবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর বিধানসভার পরাশকোল এলাকায়। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে পলাশকোল এলাকায় ধসের ঘটনা ঘটে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি-ঘর সহ খেলার মাঠ ও একটি মন্দির। জমি ফুঁড়ে বেশ কয়েক জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। গ্রাম সংলগ্ন কাজোরা এরিয়ার খোলামুখ খনির কারণেই এই ধস বলে অভিযোগ গ্রামবাসীদের। ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে ঘটনার দিন এরিয়ার জেনারেল ম্যানেজারের বাংলোর বাইরে বিক্ষোভ দেখায় বাসিন্দারা।
স্থানীয় তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে আজ গ্রামে আলোচনা ছিল। সেই আলোচনায় যোগ দিতে যাওয়ার সময় সিপিএমের জয়ন্ত রায় ,সুভাষ বাউরি ,শান্ত বাউরি দের নেতৃত্বে একদল দুষ্কৃতী আমাদের উপর হামলা চালায়। ঘটনায় প্রসূন বাবু ছাড়াও তৃণমূলের মহম্মদ জিতেন আনসারী, কৃষ্ণ ভূঁইয়া গুরুতর জখম হয়।
হামলার অভিযোগ অস্বীকার করে সিপিএমের পক্ষে সুভাষ বাউরী দাবি করেন এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ নেই। ধসের ঘটনার পর গ্রামবাসীরা ক্ষতিপূরণও পূনর্বাসনের দাবিতে আন্দোলন গড়ে তুলেছে। বন্ধ রয়েছে খোলামুখ খনি-টি। তৃণমূলের লোক জনেরা খনি কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে আজকে জোর করে খোলামুখ খনি-টি চালু করার চেষ্টা করেছিল। গ্রামবাসীরা এক জোট হয়ে তৃণমূলের সেই প্রচেষ্টা প্রতিরোধ করে। প্রতিরোধের সম্মুখীন হয়ে তৃণমূলের লোকজনেরাই গ্রামবাসীদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন বলে দাবি করেন সুভাষ বাবু। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।