দুর্গাপুরে আত্মীয়ের ছুরিকাঘাতে জখম মা মেয়ে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮এপ্রিলঃ
প্রকাশ্য দিনের আলোয় একটি দোকানে ঢুকে মা ও তাঁর কিশোরী মেয়ের উপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সেপকো টাউনশিপে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে কাদা রোডের বাসিন্দা শিখা সাহানী নামে এক মহিলা সেপকো টাউনশিপ লাগোয়া রাজেন্দ্র প্রসাদ এলাকায় একটি খাবারের দোকান চালান। শিখাদেবী তাঁর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের দোকান সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন।
শিখাদেবীর ছেলে রোহিত সাহানী জানান, গতকাল অর্থাৎ মঙ্গলবার শিখাদেবীর মেয়ে নন্দিনীকে সন্তোষ সিং নামে তাদের এক আত্মীয় কটুক্তি করে বলে অভিযোগ। তার প্রতিবাদ করেছিলেন নন্দিনীর মা। শিখাদেবীর চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন সন্তোষকে মারধরে করে।
এরপর আজ সকালে সন্তোষ শিখাদেবীর উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয়। মাকে বাঁচাতে মেয়ে নন্দিনী বাধা দিতে যায় সন্তোষকে। ছুরির আঘাতে মা মেয়ে দুজনেই জখম হন।
এদিকে বিষয়টি এলাকাবাসীদের নজরে পরে গেলে তাঁরা পুলিসকে খবর দেয়। বি-জোন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মা মেয়েকে জখম অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর অভিযুক্ত সন্তোষকে পুলিশ আটক করে।