রাজ্যের মুখ্যমন্ত্রীকে আগামীদিনে দেশের গেম চেঞ্জার করার আবেদন তারকা সাংসদের
আমার কথা, দুর্গাপুর, ৪ জুলাই:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে গেমচেঞ্জার করে পাঠানোর আবেদন রাখলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল লোকসভার অন্তর্গত তথা দূর্গাপুর মহকুমার জেমুয়াতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে সাংসদ আবেদন রাখেন আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ করার পাশাপাশি ২০২৪ এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে গেম চেঞ্জার করে দেশের সামনে তুলে ধরতে হবে। এই তারকা সাংসদকে দেখতে তৃণমূল সমর্থকদের পাশাপাশি স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাংসদের ভাষণ জুড়ে আগাগোড়াই ছিল কেন্দ্রের শাসকদল তথা বিজেপির বিরুদ্ধচারণ। দুর্নীতি প্রসঙ্গে প্রথম থেকেই বক্তব্যে ক্ষোভ উগড়ে দেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআইকে বিজেপি ব্যবহার করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করছে , তার জবাব মানুষ দেবে আগামী পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বক্সে বলে দাবি তার। পাশাপাশি মহারাষ্ট্র প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যে বিজেপি সরকার মহারাষ্ট্রের এন সি পি সাংসদ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন, রাতারাতি সেই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিজেপিতে যোগদান করানো হল কিভাবে। বিজেপিতে যোগ দিলেই বিজেপির ওয়াশিং মেশিনে দুর্নীতিগ্রস্ত নেতারা সাধু হয়ে যাচ্ছে বলে কটাক্ষ সাংসদ শত্রুগ্ন সিনহার।