প্রয়াত হলেন সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম
আমার কথা, দুর্গাপুর, ২ সেপ্টেম্বরঃ
চলে গেলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ। দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। পুনম আজাদ দীর্ঘদিন ধরে স্নায়ু রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুনম আজাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্ত্রীর মৃত্যুর খবর সাংসদ কীর্তি আজাদ আর এক্স হ্যান্ডেলের মাধ্যমে সকলকে জানান।
প্রসঙ্গতঃ কীর্তি আজাদের পাশাপাশি তাঁর স্ত্রী পুনম আজাদও একজন সফল রাজনীতিবিদ ছিলেন। পুনম আজাদ তাঁর রাজনীতির পথ চলা শুরু করেন ভারতীয় জনতা পার্টির হাত ধরে। একটা সময় পুনম দিল্লিতে বিজেপির একটি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছিলেন। তিনি এক সময় দলের মুখপাত্র হিসেব দায়িত্ব পালন করে ছিলেন। এরপর তিনি হঠাৎ বিজেপি ছেড়ে ২০১৬ সালে আম আদমি পার্টি(আপ)তে যোগ দেন। তিনি আম আদমি পার্টিও পরিত্যাগ করেন আর ২০১৭ সালে জাতীয় কংগ্রেসে যোগ দেন। ২০০৩ সালে তিনি দিল্লি বিধানসভা নির্বাচনে শীলা দিক্ষিতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও তিনি শীলা দীক্ষিতের কাছে পরাজিত হয়েছিলেন।
শারীরিক অসুস্থতার কারনে বহুদিন আগেই রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন পুনম কাজাদ। তবে স্বামী কীর্তি আজাদের রাজনৈতিক জীবনে এক বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। স্বামী ক্রিকেটার হলেও ক্রিকেটের প্রতি তাঁর কোনোদিন অনুরাগ ছিল না। কীর্তির সাথে দেখাশুনা করেই বিয়ে হয়েছিল পুনমের। দুই পুত্র সন্তানের জন্মের পর ধীরে ধীরে ক্রিকেটের প্রতি তাঁর আকর্ষণ বাড়তে থাকেন। কীর্তি আজাদ ও লালকৃষ্ণ আদবানির ছেলে একসাথে ক্রিকেট খেলতেন। আদবানির হাত ধরে পুনম ও কীর্তি একসাথে বিজেপিতে যোগ দেন। বিহারে বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন। একধারে সংসার অন্যদিকে রাজনীতি, পাশাপাশি স্বামীর ক্রিকেটার থেকে রাজনৈতিক জীবনে সবটাই অর্ধাঙ্গিনী হিসেবে দক্ষতার সাথে সামলেছেন।
অসুস্থতার জন্য নিজে রাজনীতির পথ থেকে সরে দাঁড়ালেও লোকসভা নির্বাচনে স্বামীর পাশে তাঁকে দেখা গিয়েছে শিল্পাঞ্চলের বুকে। হুইল চেয়ারে বসে তিনি কীর্তির সাথে নানা জায়গায় প্রচারেও গেছেন। জন্মাষ্টমীর দিনে কীর্তি আজাদের সাথে তাঁকে ইসকনের মন্দিরেও দেখা গিয়েছিল পুজো করতে। বর্তমানে তিনি দুর্গাপুরেই বসবাস করছিলেন। পুনম আজাদের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরে। বিকেল ৪টের সময় দুর্গাপুরের দামোদর ভ্যালি শ্মশানে পুনমের শেষকৃত্য সম্পন্ন হয়। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুনম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।