বিজেপি ছাড়ছেন সাংসদ সুনীল মন্ডল? বিরুদ্ধে পোস্টার কাঁকসায়
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩ আগস্টঃ
নির্বাচনের পর থেকেই বেসুরো বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল কুমার মন্ডল। সোমবার পেগাসাস ইস্যু নিয়ে লোকসভায় তৃণমূলের সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন আর সেই সময় বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা সুনীল কুমার মন্ডল। সোমবার তিনি সমস্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি তৃণমূলেই ছিলেন এবং তৃণমূলেই আছেন। তবে সুনীল মন্ডলের এই মন্তব্যে বেজায় ক্ষুব্ধ কাঁকসার তৃণমূলের নিচু স্তরের কর্মীরা। সোমবার গভীর রাত্রে সুনীলল মন্ডলের বাড়ির সামনে এবং একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। যদিও কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন নিচু তলার কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে সেটা ঠিকই তবে দলের উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন সেটাই তাদের মানতে হবে। তবে সুনীল মন্ডলের দলবদল নিয়ে কোন মাথা ব্যথা নেই কাঁকসার বাসিন্দাদের। কাঁকসার বাসিন্দারা জানিয়েছেন এটা এখন ধারাবাহিক ব্যাপার হয়ে গেছে যে নেতারা এখন দলবদল করছেন। তাই এই বিষয় নিয়ে কাঁকসার সাধারণ মানুষরা ভাবেন না। কারণ সুনীল মণ্ডল শুধু একা নয় বহু নেতা-নেত্রী এখন দলবদল করে বেড়াচ্ছেন। আগামী দিনে আবারো কোন দল আসবে তখন সেই দলের সভায় যোগদান করার জন্য দৌড়াবেন এটা ধারাবাহিক ব্যাপার হলে সাধারণ মানুষের এই বিষয়ে কোনো মাথাব্যথা নেই।