দুর্গাপুরে বিজেপির ‘যোগদান মেলা’য় সাংসদ পুত্র সহ একাধিকের মোবাইল, মানিব্যাগ চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩জানুয়ারীঃ
১২জানুয়ারী মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির বহু প্রতীক্ষিত কর্মসূচী “যোগদান মেলা”কে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কারন তারকা খচিত এই সভায় উপস্থিত থাকবেন একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনজন সাংসদ একজন হেভিওয়েট নব্য বিজেপি নেতা। সুতরাং নিরাপত্তা ব্যবস্থাও যে আটোসাঁটো হবে তা বলার অ্পেক্ষা রাখে না। কিন্তু লক্ষীন্দরের লোহার বাসর ঘরেও ছিদ্র ছিল আর সেই ছিদ্র দিয়ে সাপ ঢুকে লক্ষীন্দরকে দংশন করেছিল। বিজেপির মঙ্গলবারের যোগদান মেলাও বলতে গেলে ছিল এরকমই একপ্রকার লক্ষীন্দরের বাসর ঘর। আর সেই বাসর ঘরের ছিদ্র দিয়ে ঢুকে পড়েছিল চোরের দল যারা অবলীলাক্রমে হাত সাফ করে দিয়ে নিয়ে গেল বেশ কিছু মোবাইল ফোন ও মানিব্যাগ। বাদ গেলেন না খোদ সাংসদের ছেলেও। জানা গিয়েছে এদিন বিজেপির যোগদান মেলায় আগত বিজেপির কর্মীদের ভিড়ের মধ্যেই মিশে ছিল ওই চোরেরা। মঞ্চে উপবিষ্ট বিজেপি নেতৃত্বরা যখন একের পর এক গা গরম করা বক্তৃতা রাখছেন তখন সেই সুযোগে মঞ্চের সামনে উপস্থিত বিজেপি কর্মীদের একের পর এক মোবাইল, মানিব্যাগ সাফ করছিল ওই চোরেরা। বাদ যায়নি সাংসদ সুরিন্দ্র সিং আলুওয়ালিয়ার ছেলে, বাদ যায়নি উপস্থিত সাংবাদিকরাও। আনুমানিক ৩০টি মোবাইল ফোন আর প্রায় ২০টির মতো মানিব্যাগ। চুরি যায় এদিন।
এমতবস্থায় বিজেপির পক্ষ থেকে এই ঘটনার দায় চাপানো হচ্ছে পুলিশ ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের উপর। তবে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে যে এর থেকেই বোঝা যাচ্ছে বিজেপির এই যোগদান মেলায় কারা যোগ দিয়েছিল।