রানীগঞ্জে যুবক খুন, অভিযোগ এলাকার প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(রানীগঞ্জ), ২৬জুনঃ
টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে এক যুবককে খুনের অভিযোগ কে ঘিরে চরম উত্তেজনা রানীগঞ্জে। অভিযোগ রানীগঞ্জ থানার অন্তর্গত এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। মৃত যুবকের পরিবার ও গ্রামবাসীদের একাংশ দোষীদের শাস্তির দাবিতে রানীগঞ্জ থানায় বিক্ষোভ দেখান। এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। মৃত যুবকের নাম সুপ্রভাত মন্ডল। জামুড়িয়া থানার ডাহুকা গ্রামের বাসিন্দা।
মৃত যুবকের পিতা উত্তম মন্ডল অভিযোগ করেন যে রানীগঞ্জের প্রভাবশালী ব্যবসায়ী জয়দেব খাঁ তাকে একটি টাকা ভর্তি ব্যাগ রাখতে দেয়। সেই ব্যাগ জয়দেব নিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে সেই ব্যাগে ৮ কোটি টাকা ছিল বলে তার ছেলের কাছে দাবি করে। এরপরই তার ছেলে সুপ্রভাত মন্ডলকে বক্তানগর এলাকায় একটি ইট ভাটাতে আটকে রাখে। ছেলের সঙ্গে দেখা করতে গেলে তাদের ও তার স্ত্রীকে যথেচ্ছ অত্যাচার করে জয়দেব খাঁ বলে উত্তম মন্ডল দাবি করেন। এমনকি বিষয়টি পুলিশকে জানালে তাদেরকে সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দেয় জয়দেব খাঁ, বলে দাবি উত্তম বাবুর।
তিনি আরো জানান চাকরির জন্য কিছু জমি তিনি জয়দেব খাঁ কে দিয়েছিলেন কিন্তু জমি বাবদ ৬০ লক্ষ টাকা জয়দেব খাঁ এর দেওয়ার কথা থাকলেও সেই টাকা তিনি পাননি। চাইতে গেলেই তাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। শনিবার রাত্রি ৮টা নাগাদ জয়দেব তাকে ফোন করে আসার জন্য বলে। তিনি রাজি না হওয়ায় একটা চারচাকা গাড়ি তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি যেতে রাজি হননি। রাত্রি সাড়ে বারোটা নাগাদ কেন্দা ফাঁড়ির পুলিশ বাড়িতে গিয়ে তার ছেলের মৃত্যুর খবর জানায়।
মৃত যুবক সুপ্রভাত মন্ডল এর মা শিখা মন্ডল অভিযোগ করেন যে জয়দেব খাঁ ও তার দলবল গত একমাস ধরে তাদের ওপর পৈশাচিক অত্যাচার চালিয়ে এসেছে। ছেলে ও পরিবারের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য তারা কোন অভিযোগ করতে পারেননি। অবশেষে তার ছেলেকে হত্যা করা হলো। তিনি জয়দেব খাঁ ও তার সাগরেদদের কঠোর শাস্তি দাবি করেন।
অন্যদিকে এসিপি সেন্ট্রাল তথাগত পান্ডে জানান, মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।