ভিন রাজ্যে খুন করে পানাগড়ে আত্মগোপন, অবশেষে গ্রেফতার
আমার কথা, কাঁকসা, ৬ এপ্রিল:
দুটি খুনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পানাগড়ের রেলপাড়ে নতুন পাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার দুপুরে ২ টো নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো বিহারের ভাগলপুরের ন’গাছিয়া থানার পুলিশ ও কাঁকসা থানার পুলিশ। ন’গাছিয়া থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ওই ব্যক্তির নাম অজিত যাদব। তার বাড়ি বিহারের ভাগলপুরে।
গত ২০১৬ সালে এক ব্যক্তি ও চলতি বছরের মার্চ মাসের ৮ তারিখে অপর আর এক ব্যক্তিকেকে খুনের ঘটনায় জড়িত ছিলেন অজিত যাদব। দুটি খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশ দীর্ঘ দিন ধরে তার খোঁজ চালাচ্ছিল। অবশেষে মোবাইলের সূত্র ধরে ন’গাছিয়া থানার পুলিশ ওই ব্যক্তি পানাগড়ে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকার কথা জানতে পারে। বিহার পুলিশ কাঁকসা থানার পুলিশের সাথে যোগাযোগ করে কাঁকসা থানার পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে শুক্রবার মধ্য রাতে তাকে রেলপাড় এলাকার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে। শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে ভাগলপুর নিয়ে যায়।